কই? কে বলেছে তোকে; আমি মদ খাই
ধুর শালা; এই একটু গিলি, তাতে শান্তি পাই,
ছাড়! ধরিসনা; আমি পড়বোনা
যাহ! নিঃশেষ হয়ে যাবো; তবু হারবোনা,
তুই-ই তো বলিস, মনে তার ছবি আঁকি !
এই এক আধটু গিলি; শুধু ওটা ভুলে থাকি,
তুইতো জানিস; কতো বড়ো মিথ্যে কথা ক`লো
আমাকে কথা দিয়ে, কার হাত ধরে চলে গেল,
আরে না’ না, আমি মাতাল হবোনা
গেলে যাক সে; আমি বাঁধা দেবোনা,
এ তুই বুঝবিনা; কত সুখ এই মদে
এটা খেলে, আর লাগেনা প্রেমের ক্ষিধে,
দে! পকেটে হাত দে! পঞ্চাশটা টাকা দে
এই শোন; ফিরিয়ে দেবো আসল আর সুদে,
কি বললি? নিবিনে! শালা শোন্
দয়া দেখাসনে, করে ফেলবো খুন,
কি ভেবেছিস; আমি পাগল হয়ে গেছি?
মোটেওনা; সব ভুলে গেছি,
কার বিয়ে; কার ঘর; কিসের সংসার
জ্বালিয়ে পুড়িয়ে সব করে দেব ছারখার,
এই ধর একটু; শুইয়ে দে আমায়
বাড়ী গিয়ে বলিস; “ও” গাছতলায় ঘুমায়,
যা! বাড়ী যা; পরীক্ষা দিবি, খোলগে বই
আমার কথা রাখ; কারো জন্য লালায়িত নই।