ব্যথার নদীতে আমস্তক ডুবে যাই
জলের তলে মণি-মুক্তা কুড়াই
তাই বলো আমি “ডুবোচর”,
তোমার টানে ঊড়ে চলি
পাহাড় নদী লোকালয় পিছু ফেলি
তাই বলো আমি “খেঁচর”,
জলে নামি ডাঙ্গায় দেই হামাগুড়ি
তোমায় খুঁজিতে ঊঁড়ি আকাশফুঁড়ি
তাই বলো আমি “উভচর”,


প্রেমের বাঁধন টুটি
বিরহেরে দিয়ে ছুটি
দেশময় বেড়াই ছুটি
আমি খাঁটি “মুক্তচর”,


দিবসের আলোয় জ্বালায় গা
তাই রাত্রীর দিশায় পথচলি,
সাগরের জল কোলে করে এনে
পাহাড়ের ফুলবৃক্ষের তলে ঢালি,
সবার ব্যথায় সাথে রই
আমি সব মালঞ্চের মালী।