এ‌কি হ‌লো অাকা‌শে অা‌জি
বৃ‌ষ্টি ঢা‌লে অ‌বেলায়,
পড়‌ছে শিলা ঝকমকা‌নি
তাই‌তো ম‌নে ধুকপুকা‌নি
এই বু‌ঝি সব ভে‌সে যায় !


গুরু-গুরু ডা‌কে মেঘ
ব‌হে বাতাস দমকা
ঊড়‌বে বু‌ঝি ছাদ'না অা‌জি
মনটা ব‌ড়ো চমকা,


মনটা ব্যাকু্ল ঝর‌ছে মুকুল
জখম হ‌চ্ছে কাঠাল
ধান গা‌ছে সব ভা‌ঙ্গলে মাঝা
দে‌শে পড়‌বে অাকাল,


অাঁৎ‌কে উ‌ঠি অাচ‌ম্বি‌তে
এ‌কি অনাসৃ‌ষ্টি !
অ‌বিরত ঝর‌ছে যে
টি‌নের চা‌লে বৃ‌ষ্টি,


নিদ্ ভে‌ঙ্গে যায় ব্যাঙ্গা বাবুর
গুহায় ঢুক‌লে পা‌নি
চু‌নোপু‌টির চটপটা‌নি
যেন মা‌ছের খ‌নি !


সূ‌র্যিমামা কই লুকা‌লো
ধূ‌লির চাদর প‌ড়ে
খুকুম‌নি শিল কু‌ড়ি‌য়ে
রাখ‌ছে বোতল ভ‌রে।