ঘাস ফঁড়িং-এর মতো অমন
কমজুড়ি ডানায় ঊড়ার চেষ্টা
তোমার বৃথা হবে; তারচেয়ে আমার
কাঁধে আলতো করে বসো, হারিয়ে পথ
খুঁজতে খুঁজতে; পৃথিবীটা বারকয়েক
প্রদক্ষিণ করি; এসো, হতাশার টুটি চেপে ধরি।


বাবুই পাখির মতো শৈল্পিকতা দেখাতে গেলে
তুমি ব্যর্থ হবে; বহু কষ্টে ঠোঁটাগ্রে সামান্য
খড়কুঁটো নিয়ে ফিরে দেখবে; পুরোমাস জমানো
বাসা বাঁধার খড়কুঁটো সমেত সকল আয়োজন
তোমার; বেয়ারা হাওয়ায় ঊড়ে গেছে.....
তারচেয়ে বুকের খাঁচায় আবাস গড়ো,,
নিশ্চিন্ত মনে কেটে যাবে.....
শূন্য হওয়ার ভয়টা তোমার ঊড়ে যাবে।


টিয়া পাখির মতো; কাঁটায় ভরা কোন এক
শিমুলগাছের মগডালে বাসা বাঁধলেও
বাঁধতে হয়তো পারো...তবে আহারের খোঁজেে
এলোমেলো ঊড়তে গেলে; কোন গৃহস্থের জ্বালিয়ে
রাখা আখায় তুমি পরবে হয়তো,,
তারচেয়ে এক সন্ন্যাসীর ঝটপাঁকানো চুলে
বাসা বেঁধে দ্যাখো..এখানে অন্তত জ্বলন্ত অগ্নীর
ভয়টা, তোমাকে তাড়া করবে না।