এ‌লো রোজা গে‌লো বুঝা
বাজা‌রে লাগ‌ছে চড়া অাগুন
বাড়‌ছে দাম পাগলা ঘোড়া
এক‌শো ছুঁলো চ‌ল্লি‌শের বেগুন,


যা‌চ্ছে দিনটা কোন ভা‌বে
ভাব‌ছে ম‌নে মহা সংযম
অাজান দি‌লেই গিল‌বে বৈ
গামলা ভরা র‌সের চমচম,


চকচ‌কে চো‌খে খুঁ‌জে ফি‌রে
খেজুর না‌কি নি‌বে খোরমা
ঢেঁকুর ছে‌ড়ে খা‌বে গে‌রে
কাবাব না‌কি স্বা‌দের কোরমা,


দ্বী‌নের শিক্ষা দৈন্য বুঝ‌তে
খে‌তে হ‌বে খা‌নিক কম
দৈন্য বু‌ঝে কর‌লে দান
ত‌বেই তোমার হ‌বে সংযম !


যত ব্যবসা রোজা‌র মা‌সেই
কর‌ছো ম‌নে এই ফ‌ন্দি !
সংযম তোমার কোথা গেল
কোথা তোমার ধ‌র্মের স‌ন্ধি?


একাই খা‌বে জনা তি‌নে‌কের
লক্ষণ এই কি সংয‌মের?
দাবী ক‌রো সাচ্চা ম‌মি‌নের
হাশ‌রে চাও পা‌নি জমজ‌মের !


একটু পা‌শে চে‌য়ে দ্যা‌খো
থা‌কলে কেহ অভাবী ভূখ‌া
তাহার মু‌খে ফুট‌লে হা‌সি
ত‌বেই পা‌বে সংয‌মের দেখা।