অস্ত কা‌লে ঐ মস্ত র‌বি
লাল হ‌য়ে কেন অাভা ছড়ায়
উদাস ভাবুক কিম্বা ক‌বি
অজা‌ন্তে কেন ভা‌বে ভরায়,


উদিত হয় কোমল প্রা‌তে
দ্বিপ্রহর যায় যৌবন খরায়
অস্ত কা‌লে কেউনা সা‌থে
টুপ ক‌রে যে অাঁধা‌রে হারায়,


কে'বা তা‌রে রা‌খে ম‌নে
ঊষা এ‌নে‌ছিনু এই ধরায়
রক্ত ছ‌ড়ায় বিদায় ক্ষ‌নে
কে তার পি‌ছে পা'‌টি বাড়ায়,


অন্তরা‌লে গি‌য়েও যে সে
কিরণ দা‌নে চন্দ্র তারায়
অাঁধার ফুঁ‌ড়ে অাস‌বে ভে‌সে
নিয়ম মে‌নে মো‌দের ধরায়।