কেউ ওঠে চরে
আর কেউ ওঠে পরে
কেউ আবার নিশিরাতে
সিঁদ কাঁটে পরের ঘরে,


আস্তে আস্তে ধরে কাস্তে
লাঙ্গল করে ধবজ্ব
কেউ আবার ভাগ্য ফেরাতে
গলায় পরে কবজ্ব,


দিন ফেরাতে ভাইরে ভাই
চেষ্টার নাইকো শেষ
সিঁদেল চুরি পুকেুর চুরি
কেউ বেঁচে পুরো দেশ,


ডান-বাম না চেয়ে কেউ
খায় শুধু ঘুষ
মাইনকা চিপায় আটকে কেউ
হয়ে যায় আবার বেহুশ,


দিনরাত শুধু কেউ আবার
কাঁদে খোদার তরে
অন্যের ভাগ্য দেইখা কারো
মাথা শুধু ঘোরে,


রাজা বাদশার ভাব ধরতে
অনেকে হয় মাতাল
পা পিছলে পড়ে গেলে
তখনই হয় বেতাল,


ভাগ্য খুলতে পাতিনেতা
নেতার পায়ে পড়ে
জীবনটারে সঁপে যেন
জুয়ার ঘুটি’র ফ’রে,


দিন ফেরাতে কত জ’নে
বিদেশে জমায় পাড়ি
সবার দিনতো ফিরেনা ভাই
নিয়তি দিলে আড়ি,


দিন ফেরাতে কত বেহায়া
বস্-কে মারে তেল
তবু বস্ এর মন গলেনা
ভানুমতির খেল,


কেউ রাস্তায় বেঁচে তাবিজ
বিশ্বাসে কেউ কিনে
সাধু লোকের বেশ ধ’রে কেউ
কম দেয় ভাই ওজনে,


ভাগ্যের খোঁজে কত জ’নে
ধরলো কত নীতি
ঘুরতে ঘুরতে দেখে একদিন
চালানে লাল বাতি।