বা‌লিশেরও রক্তাক্ত হওয়ার সাধ
কতজনার বুকফাঁটা অার্তনাদ
নির‌বে নির‌বে সয়,
কোন ব্রহ্মচারী‌কে কামবাসনা ছুঁ‌য়ে গে‌লে
অাঁৎকা ধাক্কায় বটবৃক্ষ পড়‌লে হে‌লে
নির‌বে বা‌লিশ জর্জ‌ড়িত হয়।
নি‌শু‌তি রা‌তে অ‌নিদ্রাহত কা‌রো ছটফটা‌নি
প্রিয়াহী‌নে বু‌কের চিন‌চি‌নে ব্যথার টনটনা‌নি
অাদ‌তে বা‌লি‌শেরই প্রান সংহার হয়,


কেউ শো‌নেনা বা‌লি‌শের না‌লিশ
দেয়না খা‌নিক গরম তে‌লের মা‌লিশ,
মুখ গু‌জে বা‌লি‌শে কেহ প্রা‌নের পৃ‌থিবী খোঁ‌জে
অঝরে বর্ষা নাম‌লে বা‌লিশই জুবজু‌বে হ‌য়ে ভি‌জে।
ক্ষীনস্ব‌রে ব‌র্ষিত ক‌তো বিরহ গাঁথা
হঠাৎ ক‌কি‌য়ে ওঠা হৃ‌দের সুতীব্র ব্যথা
ব‌া‌লিশ যায় বু‌কে মাথা হয় খা‌লি
স্বাক্ষী রয় শুধু বা‌লিশ জীব‌নের যত চোরাবা‌লি।