অ‌নেক ফুলে হয় এক‌টি মালা
এক‌টি ভু‌লে দেয় অ‌নেক জ্বালা
কি জ্বালা যে ভু‌লের মালায়
সে জা‌নে যে প‌ড়ে‌ছে গলায়,


ভু‌লের কাঁটা
গলায় অাঁটা
সদা হাঁসফাঁস,
ফু‌লের বোঁটা
অালগা গোটা
নির্মম প‌রিহাস,


ভু‌লের রা‌জ্যে ফুঁট‌লে ফুল
ভ্রমর তা‌তে হয়না অাকুল,


ঝ‌রে ক‌লি
পায়না অ‌লি
হয়না ব‌লি দেবতার পায়,
ঝর‌লে ভা‌লে
গড্ডার তা‌লে
কেউ প‌ড়েনা তার মায়ায়,


ফুল ভে‌বে ‌যে ভুল ছুঁ‌য়ে‌ছে
কূলের অাশায় কুল খুঁ‌য়ে‌ছে
কি অাশায় সে বাঁ‌চে?
কে তা‌রে গো বাণ মে‌রে‌ছে
উজান সু‌রের তান ধ‌রে‌ছে
কিছুই না সে যাঁ‌চে।