ক্লান্ত এ মন খুঁজে ফিরে জন তেপান্তরের বাটে-
খুঁজে  বিভোর চিরচেনা নীড় হরিৎ প্রাকৃতিতে।


স্বপ্ন বিলায় বেড়ে উঠার স্ববশ তৃণ শ্যামলে
অলখ দৃশ্যপটে বিনষ্ট প্রীতি রিপুর কৌশলে।
চেষ্টায় রত তবু ফেরাবো জীবন প্রদীপ নূতন পণে
পশ্চিমা বায়ু বয়, যায় দিন! অবারিতের অভিলাষে।


উষায় রাঙে উষাপতি তমসা দূরীভূত প্রত্যুষে
আজও ফুটেনি বরাতে পরিতোষ ছুটেছি অলক্ষ্য নিগমে।


নিঃস্ব পান্থ ক্লান্ত আজি খুঁজে সুখ বারবার
হারিয়ে যায় সফলতা ডুবন্ত বেলায় গভীর দরিয়ায়।
জীবনের ছন্দ বিলীন, খেলে থৈ থৈ সিন্ধু সলিল-
কাঁপে থরথর হতাশার ছানি চলছে চেষ্টা তব উঠিবার।


বিবর্ণ মলিন ছায়ায় ঢাকা পড়েছে জয়ধ্বনি জিবনের-
বাজবে না সুর, অনিশ্চিত ভবিতব্য অচেতন কলেবর।
আশার আলো আজ নিভু নিভু খুঁজি স্বপ্ন তটিনীর কূল
কবে যাব আধার চাপিয়া প্রাপ্তি মননে মশগুল।