(বিসমিল্লাহির রহমানির রহিম)
আমি আল্লাহ্র প্রতি কৃতজ্ঞ
যিনি রহিম- রাহমান
তিনি মোরে কিডনি করিয়াছেন দান।
আমি আল্লাহ্র প্রতি কৃতজ্ঞ
যিনি অতি দয়াবান
তিনি মোরে বৃক্কীয় কর্টেক্স করিয়াছে দান।
আমি আল্লাহ্র প্রতি কৃতজ্ঞ
যিনি অসীম মহান
তিনি মোরে বৃক্ক মজ্জা করিয়াছেন দান।
আমি আল্লাহ্র প্রতি কৃতজ্ঞ
যিনি অতি দয়াবান
তিনি মোরে অণু পেয়ালিকা করিয়াছেন দান।
আমি আল্লাহ্র প্রতি কৃতজ্ঞ
যিনি পরম মেহেরবান
তিনি মোরে বৃক্ক ধমনীর শাখা করিয়াছেন দান।
আমি আল্লাহ্র প্রতি কৃতজ্ঞ
যিনি অনন্ত মহান,।
যিনি মোরে বৃহৎ পেয়ালিকা করিয়াছেন দান।
আমি আল্লাহ্র প্রতি কৃতজ্ঞ
যিনি চিরপবিত্র, সুমহান
তিনি মোরে বৃক্কীয় পেলভিস করিয়াছেন দান।
আমি আল্লাহ্র প্রতি কৃতজ্ঞ
যিনি চির মহীয়ান,
তিনি মোরে হাইলামের প্রান্ত করিয়াছেন দান।
আমি আল্লাহ্র প্রতি কৃতজ্ঞ
যিনি সর্বশক্তিমান
তিনি মোরে বৃক্কীয় সাইনাস করিয়াছেন দান।
আমি আল্লাহ্র প্রতি কৃতজ্ঞ
যিনি সুউচ্চ, মহান
তিনি মোরে মূত্রবাহী নালী করিয়াছেন দান।
আমি আল্লাহ্র প্রতি কৃতজ্ঞ
যার হাতে মোর প্রাণ
তিনি মোরে প্যাপিলা করিয়াছেন দান।
আমি আল্লাহ্র প্রতি কৃতজ্ঞ
যার সব জমিন আসমান
'বৃক্ক মজ্জার পিরামিড' সহ সবি তাঁর দান।