**রেখাংশ**  
রেখার অংশ রেখাংশ, যার  
প্রান্ত বিন্দুদ্বয়  
আদি, অন্ত নির্দেশ করে  
বাস্তব জগৎময়।  

রশ্মির টুকরো, কাঠি, স্কেল  
মিষ্টি হেসে কয়,  
"খেয়াল করো, মোদের আছে  
প্রান্ত বিন্দুদ্বয়।  

মোরা সবাই 'কাটা রেখা'—  
সবাই কেটে নেয়!  
শিক্ষার্থীরা খাতায় কত  
মোদের এঁকে দেয়!"  

**রশ্মি**  
রশ্মি, রেখার একটি অংশ,  
দেখতে চমৎকার—  
শুরু আছে, শেষটা কোথায়  
অজানা সবার।  

একটি প্রান্ত বিন্দু আছে,  
'আদি বিন্দু' নাম;  
অপর প্রান্ত খুঁজে কেহ  
হয়নি সফলকাম।  

একমুখী তীরচিহ্ন দিয়ে  
রশ্মি বুঝাই সবে—  
তীরের মাথা, অপর প্রান্ত  
অসীম দিকে রবে!  

আদি বিন্দু তীরের শুরু,  
তীরের অগ্রভাগ;  
অসীম দিকে বিস্তৃত রয়,  
এমন যেন ভাব!  

একপ্রান্তে সূর্য থাকা,  
অন্য প্রান্তে আলো—  
শুরু আছে, শেষটা কোথায়  
এবার তুমি বলো?