একদিন যাবো
দূরের ওই পাহাড় চূড়ায়।
থাকবে না কোনো পিছুটান,
থাকবে শুধু পাহাড়ের হাতছানি।
দেখবো বসে সেখানে মেঘের মিছিল
আর আলতো জলের ছোয়া
হঠাৎ করেই রোদের ঝলকানি
শূন্যে হারাবে মেঘের মিছিল
এ যেন নিতান্তই এক ভোজবাজি
রাতের আকাশের জ্যোৎস্না
সে যেন এক অদৃশ্য মাদকতা
আর তারাদের লুকোচুরি খেলা
আমার তো পাগল হবার পালা।