কথা কও না কাছে ডাকো না তাকাও না
আমার পানে,
কি অপরাধ হলো পিয়া বল নারে।


আমি তো তোমার প্রেমিক তোমার প্রেমে হই
আত্মহারা,
তবুও কেনো বারে বারে দাও আমায় এমন সাজা?


আমি যে তোমার প্রেমিক তুমি কি তা জানো না?
জেনে শুনে তবুও কেনো করো এমন ছলনা?


নিঠুর তোমার হৃদয় সখা প্রেমিকের মন বোঝো না,
বারে বারে আমায় নিয়ে এমন খেলা আর খেলো না।


তুমি আমার নয়নতারা, তুমি আমার প্রেমের মালা,
আমার বৃন্দাবনের কৃষ্ণ তুমি ওহে সখা মন মোহনা।


তুমি আমার প্রেমের বাঁশি তুমি সেই বাঁশিরও সুর,্
দিবানিশি বাঁশি বাজে শুনতে লাগে সুমধুর!


আমি তোমার প্রেমে পাগল তুমি কি তা বোঝো না,
প্রেমের সুরে ডাকি তোমায় সাড়া কেনো দাও না?


তুমি প্রেমের মূরতি , তুমি মোর প্রাণোপতি,
তুমি সুখের ঝর্ণা ধারা,নিকশ কালোর ধ্রুবতারা।


করিলে তোমার দিদার,ঘুচে মোর মনের জ্বালা।
তুমি মোর সাঁঝের বেলার চির সাথী সন্ধ্যাতারা।