কে সে জন চিনবে আমায়
যদি না তুলে ভেদের পর্দা চিনাই তাহারে?


বাহিরের রূপ হরিয়া তুমি হয়েছো প্রেমিক মিত্র,
শতরূপের বহুরূপী আমি তুমি কোন রূপে সিক্ত?


শুধু রূপের প্রেমিক হয়েছে যে জন
স্বার্থের পিছে ছোটে,
নিঃস্বার্থের প্রেমিক যেজন মনের দরজা খোঁজে।


হে প্রেমিক আমার জগৎ এর মোহে ছুটছো বহিঃরূপের পিছে,
প্রেমাষ্পদের দেখবে স্বরূপ যদি হৃদয় চক্ষু খোলে।


তোমার মনের ঘরে নজর করো, মুক্ত করো দ্বার ।
তোমার প্রেমিক হয়ে সেথায় আসি আমি বারংবার।