এসেছো তুমি প্রিয়
এই বরষা মাঝে,
স্বাগত জানাতে তোমায় পিয়া,
প্রকৃতি সেজেছে দেখো আজ নব সাজে।


তোমারে হরিতে আমি হয়েছি ব্যাকুল,
পিয়াসী মনে আজ ফুটেছে শুধু
তোমার নামের ফুল।


স্বাগত জানাতে তোমায়
আজ খুলে গেছে আকাশের দ্বার,
অঝোরে ঝরিছে প্রেমের বারি
হইতে তোমার চরণের দাশ।


পাখিরা আজ সব বসে গেছে ডালে,
তোমার জন্য বেঁধেছে যে গান
তারা মনের গহীন বনে।


তুমি সুন্দর হতে সুন্দরতম
মধুময় তুমি সখা,
তোমার প্রেমে ধন্য হৃদয়
যেনো ধন্য বসুন্ধরা।


তোমারে যে তাই ছাড়িতে নাহি চাই
চাই থাকো সদা সাথে,
সকাল-সাঁঝে তোমার শ্রী মুখ
যেনো আমার দুই নয়নে থাকে।


প্রকৃতির লীলা সদা দূরে থাকে সখা
পাইলাম না কভু তারে,
মধুময় সব স্মৃতি হয়ে থাকি তাই
তার হৃদয় কন্দরে।