🌟এ শহরে ভালোবাসা নেই🌟
     হাসান মাহমুদ


এ শহরে ভালোবাসা নেই,
শুধু বিষণ্ণতার ছড়াছড়ি।
ব্যস্ততার কোলা হলে,
হাত ছানিটা দেয় নিড়িবিলি।
এ শহরে ভালোবাসা নেই,
আছে শুধু অশ্রু ভেজা কান্না।
দিন শেষে শুধু অবহেলার বিষণ্ণতা।
এ শহরটা আজব কারখানা,
বুঝা বড় দায় মানুষের মনখানা।
শুধু দিয়ে যায় মুখ ভরা হাসি,অন্তর ভরা কান্না।
এ শহরে ভালোবাসা নেই,আছে ব্যর্থতা,
এ শহরে ভালোবাসা নেই,আছে সার্থকতা।
এ শহরে ভালোবাসা নেই,আছে অপবাদের কান্না,
দুটি চোখে আজ অশ্রুর বন্যা।
এ শহরে ভালোবাসা নেই,
অাছে দুখিনী মায়ের বুক ফাটা কান্না।
এ শহরে ভালোবাসা নেই,
আছে হাজারো বোনের দুটি চোখের বন্যা।
এ শহরে ভালোবাসা নেই,
আছে লোভ লালোসার,হিংসার প্রতি হিংসা।