প্রকাশিত বই,,, কবির কল্পনা,,,,,
        🌎অযতন🌎
   😥😥হাসান মাহমুদ 😥


একদিন আমি তোমাদের করিব না জ্বালাতন,
লুটায় পড়িবে দেহ,যে দিন থাকিবে না প্রাণ।
সে দিন দেখিবেনা আত্ম ছায়া,করিবে না অযতন।
নিমিষেই শেষ হবে সোনার কায়া,
মিছে কেন  পরো সবে ধরণির মায়া।
শুনিবো না মায়া, মায়া ডাক,
পারিবে না দেখাতে,অভাগী আত্ম রাগ।
মিছা মিছি অযতনে থাকিব না পরে,
একদিন লুটায় পড়িবে দেহ ধরারই তরে।
সুখে,দুঃখে বসা বোনা ভাগ, তোমাদের শনে,
যত ব্যথা লুটায়ে পরে আমারই মনে।
স্বপ্নের মত অদৃশ্য হবো আমি, মলিন মাটির তলে,
তারাতারি করে সেদিন দিবে আমায় কবর দলে বলে।
বরই পাতার গরম জল ঠালিয়া দিবে গায়ে,
দেখিবেনা সে দিন পুড়িল অঙ্গ না কি গায়ে সহে।
আতোর, লোবান ঠালিয়া গায়ে গাড়িয়া দিবে গহিন মাটির তলে।
কেউ ভিজাবে না, এক ফোটা জলে,
এমনি করিয়া যাবো চলিয়া সবারে  ছাড়িয়া,
পাবি না কো কেউ দেখিতে নয়ন দুটি ভরিয়া।
তোমাদের থেকে হায় অনেক দূরে,
তলিয়ে যাবো হায় দুনিয়া ছেড়ে।
সেদিন সবে কাঁদিয়া,কাঁদিয়া  করিবে যতন,
আর তো পাবে না আমায় মনেরই মতন।