আকাশ ও হাসে
হাসান মাহমুদ


আমার ঝর্ণার শব্দ
তোমার অট্টহাসি গান
কখনো সেধে যায়
অনুপম বিরহ প্রাণ।
আমার বিদীর্ণ আকাশ
আর তোমার পরিপূর্ণ সুখ
মোটেও বিচলিত নই
সহ্যের অস্ত্রে পেতেছি বুক।
আমার বিজলী বাতি
আর তোমার পূর্ণ তাঁরা
আমার অমাবস্যা দ্বারা
আর তোমার পূর্ণিমা ভরা।
আমি একা কাঁদিনে
সাথে কাঁদে নীল আকাশে
আমারি মেঘ আসে না
আকাশেরও  কালো মেঘ হাসে।
আকাশ সেও হাসে
ঘন মেঘ আড়াল বেশে,
আমারি অমাবস্যা আসে না
ঐ আকাশেরও আসে প্রতি মাসে
আমারি ঝর্ণা বহে না
আকাশ ও কাঁদে আর হাসে।
তুমি তো আকাশ নও
পূর্ণ পাবে তোমার ছাঁদ
আকাশ ও হাসে ঐ
কালো মেঘের চূড়ায় রাত।
আমারি জোনাক আলো
তোমার ঘরে তেল বাতি
আমার কিনচিৎ দেখা
তোমার পরিপূর্ণতা সাথী।