এখানেই সুখ
হাসান মাহমুদ


যদি কখনো সুযোগ পাই তোমাকে হারানোর
তখন পাওয়ার ছলনায় ব্যস্ত থাকবো
ফোনের টোন শুনেই আঁতকে ওঠবে মন
এই বুঝি তোমাকে পেয়ে গেলাম।
তোমাকে হারানোর ভয় বরাবরই থাকবে
আবার পাওয়ার আনন্দ নিয়েই
নীল আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস
ফেলে স্বান্তনার হাসি হেসে চলবো।
তবে যদি পাওয়ার সুযোগটা আসে হারানোর মাঝে
চোখ বন্ধ করে তোমাকে নিয়ে নিবো
অন্ধবিশ্বাসের মতো সব ফেলে দিয়ে
তখন হারানোর মাঝে সুখ খুঁজে নিবো।
তোমাকে ঘিরেই আমার শত শতাংশ প্রেম
যেখানে শতাব্দীর পর শতাব্দী বহু মর্যাদা লুকানো
তোমাকে আমার পাওয়ার কথা ছিলো না
আবার হারানোর কথাও কখনো ছিলোনা!
যেখানে পাওয়ার কথা নেই সেখানে
হারানোর কথা আসবে কিভাবে?
একটা বিশাল প্রশ্ন থেকে যায়,
একটা খাঁটি ভালোবাসা প্রেমে
কখনো হারানো বা পাওয়ার
কোনো আক্ষেপ থাকতে পারে না।
সলিড প্রেমে আত্মীক মিলন ঘটে
আর পাওয়া বা হারানোর আক্ষেপ তো
দৈহিক মিলনের কেন্দ্রীয় অনুভূতি।
তাই এখানেই সুখ এখানেই আনন্দ
হারানো ভয় নেই পাওয়ার আক্ষেপ নেই
যেখানে শুধু সচ্ছ খাঁটি পরিপাটি প্রেম
আর আত্মার আত্মীয় বন্ধনে আবব্ধ।।