আমার যখন কাঁদতে ইচ্ছে করে
হাসান মাহমুদ


আমার যখন কাঁদতে ইচ্ছে করে,
পাখির সনে কাঁদি।
মনের দেয়ালে ছাপাই করে,
দুঃখটারে বাঁধি।
আমার যখন কাঁদতে ইচ্ছে করে,
নদীর সাথে কাঁদি,
নদীর জলে চোখের জলে
সমান সমান নদী।
আমার যখন কাঁদতে ইচ্ছে করে,
মেঘের সাথে কাঁদি,
মেঘের দুঃখ আমার দুঃখ
সমান সমান সাথী।
আমার যখন কাঁদতে ইচ্ছে করে
ছুটে যাই ঐ গগন তলে,
দুঃখ টারে সাথে নিয়ে
সুখটারে দেই মলে।
আমার যখন কাঁদতে ইচ্ছে করে
আঁধার রাতে কাঁদি,
অন্ধকারে চোখের জলে
টলমলিয়ে বক্ষ হয় নদী।


৭২
০৪/০৮/২০
দু১২টা।