আমি চুড়ি ওয়ালা
হাসান মাহমুদ


আমি চুড়ি ওয়ালা হবো
তুমি হবে চুড়ির খোদ্দের
লাল চুড়ি, নীল চুড়ি
সব চুড়ি করবে আবদার।
আমি বিনা টাকায় দিবো
হলুদ চুড়ি,নয়তো গোলাপি
তুমি দাম দিবে প্রিয়
এক গাল হেসে বহুরূপী।
আমি চুড়ি ওয়ালা হবো
তুমি হবে চুড়ি ক্রেতা
তুমি নিবে কাচ বা রেশমি
আমি তারই বড় বিক্রেতা।
আমি চুড়ি ওয়ালা প্রেমিক
বাহারি নকশায় বেচি চুড়ি
শহরের অলিগলি সব চেনা
নিয়ে নেও যা আছে ঝুড়ি।
তোমার হাতে মানাবে বেশ
হাতটা তোমারি গোলাপ কুড়ি
পয়সা ছাড়া দিয়ে দিবো সবো
যতো আছে রেশমি চুড়ি।