আমি মরে গেলে
হাসান মাহমুদ


আমি মরে গেলে
হঠাৎ খবর পেলে ছুটে এসো!
দৌড়ে তরিগড়ি করে চলে এসো।
এসে একটু নিরবে কাছে বসো,
দেখো আবার যেনো হৈচৈ না হয়,
ডাকা ডাকি না হয়।
খেয়াল রেখো!
আমাকে দেখে তোমার যেনো কান্না না আসে,
তোমার নদী থেকে যেনো জল
উতলে না পড়ে।
খেয়াল রেখো!


আমার খাটিয়ার ডান পাশে বসো না,
কারণ ওখানে আমার প্রিয় মানুষটি বসবে,
তার জন্য ডান পাশটা বরাদ্দ।
আবার ভেবো না প্রিয় মানুষটি কে,
হুম তুমি ছিলে,
কিন্তু তোমার থেকেও যে প্রিয় তার জন্য।


আমার গায়ের শেষ কাপড় টুকরো
তুমি ছুঁইয়ো না,
কারণ তুমি তো আমার কেউ না,
তাই পর পুরুষের কাপড় ধরতে নেই।
হুম তবে পারো!
আমার জন্য তোমার অথই সাগর হতে
একফোটা জল ফেলতে,
দেখো! আমি বা আমার আত্মা যেনো আবার কষ্ট না পায় এতে।


আমার মৃত্যুর সংবাদ টা একটু দেরিতে
পৌঁছাতে পারে,
তাতে কষ্ট নিও না বরং হেসো,
আমি আর নেই আমার মৃত্যু হয়েছে এর জন্য,
এর কারণ এখন তো আর  কেউ নেই,
তোমাকে জ্বালাতন করার জন্য।


খানিকটা হেসে নিও হেসে হেসে
ক্ষোভ প্রকাশ করে নিও।
বলে দিও মনে অব্যক্ত কথা গুলি।


আমাকে নিদ্রায় শোয়ানোর জন্য
বাধা দিও না,
তাহলে তোমার অমঙ্গল হতে পারে,
তোমার সংসারে বিচ্ছেদের  নোনা ছিটা পরতে পারে,
বরং আমাকে যেতে দিও
এ ধরাধাম ছেড়ে,
কয়েক টুকরো বেদনা নিয়ে।


০৬-০৭-২০২০
৭১