আমিও কবি হবো-১
হাসান মাহমুদ


আমিও কবি হবো তবে
নদীর তীরের কবি
স্রোত দেখে হাসার কবি
ভাঁটা দেখে ভাবার কবি।


আমিও কবি হবো তবে
উজান মাঝির কবি
ঢেউ তুলে গানের কবি
হাল ছাড়া মাঝির কবি
বৈঠা ভাঙা নায়ের কবি।
তীর ঘেঁষে চলা বাউল কবি
মন ভরে গাওয়ার কবি
নদী পাড়ের নিরব কবি।


আমিও কবি হবো তবে
আকাশের বিশালতার কবি
ঘন কালো মেঘের কবি
দু এক ফোঁটা বারির কবি
নীল ঘেঁষে কান্না কবি।


আমিও কবি হবো তবে
পাখির মতো ছুটা কবি
মুক্ত উড়ার স্বাধীন কবি
ইচ্ছে ডানার মুক্ত কবি,
বক,শালিকের শব্দ কবি
সকাল বেলা কলকাকলির কবি
শক্ত ডানার উড়ন্ত কবি।


আমিও কবি হবো তবে
বিশ্ব জুড়ে চলার কবি
গ্রাম বাংলার মাটির কবি
চাষাভুষা মানুষের কবি
মায়ে কবি বাবার কবি।


আমি ও কবি হবো তবে
জন্মভূমির ছোট্ট কবি
গাঁ গ্রামের বালক কবি
মন ভোলানি কৈশোর কবি;
প্রিয়ার চাহনির পথিক কবি
পল্লীবালার অবোলা কবি
দাদির কোলের গল্প কবি
দাদার গানের সুরের কবি।


আমিও কবি হবো তবে
সুপ্ত প্রেমের উড়ন্ত কবি
বালিকার আশানুরূপায়িত কবি
পরন্ত বেলার প্রেমিক কবি।


আমিও কবি হবো তবে
জল ভরা যৌবনের কবি
সান বাঁধানো ঘাটের কবি
স্নান মাখা সূর্যের কবি
পূর্ব দিগন্তের উদিত কবি।


আমিও কবি হবো তবে
বিদ্রোহী কবিতার কবি
অন্যায়ের ফয়সালার কবি
শান্তির মিলনের কবি
সংঘাত নিপাতের কবি।


আমিও কবি হবো তবে
শেষের দৃশ্যের কবি
ঘটনা আলোড়নের কবি
সকল সৌন্দর্যের কবি
সকল সমস্যা উচ্ছেদের কবি।


আমিও কবি হবো তবে
বিশ্বে বিশ্বাসের কবি
সকল অধিকারের কবি
সত্য লেখার কবি
অসত্য দূরীকরণের কবি।


আমিও কবি হবো তবে
তোমাদের কাছের কবি
তোমার পাশের কবি
চাওয়া পাওয়ার কবি
সুখে দুখের কবি।।