অন্ধ চোরা
হাসান মাহমুদ


অন্ধ আমি
চক্ষু চোরা
পঙ্গু আমি
জীবন মরা।
কানা পন্ডিত
কর্ণ খারা
শুনি আমি
মিথ্যে ধরা।
আজব মানুষ
রঙিন ফানুস
দম ফুরালেই
জীবন ফুস।
বাহাদুরি কই
থাকিবে ভাই
মউত যখন
আসবে তাই।
অন্ধ কানাই
সেও মানুষ
পঙ্গু বাবুল
সেও মানুষ।
পার্থক্য কই
তুমি ধনী
আমি গরীব
এটাই তো ধরনী।
তবে কেনো
আমার মরি
অন্যের ধন
আমার গড়ি।
হিসেব হবে
যাহা করি
অন্ধ সাজি
করি চুরি।
তুমি আমি
অন্ধ চোরা
এক দিন
সব খাবো ধরা।