বাহে মোর চাষা
হাসান মাহমুদ


ছোড ব্যালায় বাহের লগে
হাল চইতাম মুই,
বিলে বইয়া খাইমাত ভাত
আহই মিডা দই।
বেইন্না হইলেই কইত মায়
বিলে যা ভাত লইয়া
বাহের তোর খিদা লাগছে
ধরবি মই যাইয়া।
বিলে যাইয়া গরুর হালে
দিতাম যেই বাড়ি
গরু দিতো একছের দৌড়
নইলে দিতো আড়ি।
গরু থুইয়া ধরতাম মাছ
চ্যাং,পুডি, কৈ
ঝোঁক দেখলে ডরাইতাম
উডতাম গিয়া মই।
বাহে মোর ভালো মানুষ
কইতো না কিছু মোরে
আমার লগে মাছ ধইরা
দিতো বালতি ভোরে।
বীজ তোলতে যহন যাই
পারিনা মুই মোডে
এক কোচা তুইল্লা কইতাম
খিদা লাগছে প্যাডে।
বাহে কইত বাড়তে যা
যাইয়া ভাত খা
আর আবিনা বিলে তুই
পায়ে লাগবে ঘা।
খাইয়া লইয়া স্কুলে যাবি
সময় হইছে প্রায়
বালিশ তলে টাহা আছে
পাঁচ টাহা তয়।
পড়া লেহা করবি ঠিক
ফাহি মোডে দিবি না
টাহা পয়সা যা লাগে তোর
ও নিয়া চিন্তা করবি না।
আইজগো আমি শিক্ষিত পোলা
বাহে মোর চাষাই
বাহের পেশা হাইল্লাডি
ঐডা তার পেশাই।
শিক্ষিত হইয়া ভুলি মুই
করি নানা বাহাদুরি
বাহে মোর আগের মত
করে খ্যাত খামারি।
বাহের পেশা যেডাই হউক
সেটা খ্যাতি আমারি
গর্ব করে বলি আমি
বাহে মোর খামারি।



আঞ্চলিক ভাষায় লেখা,,,,,,