চন্দ্রবিন্দু
হাসান মাহমুদ


সেদিন রাতে আকাশের সাথে
কথা হলো খুব একদম চুপ
বলেছি তারে মনের ভারে
অনুসন্ধানী প্রতিবেদনের রূপ।
সেও বলেছে অনেক বেদন
রং ছাড়া যত আছে কথন
সকল আলাপন করি লেনদেন
কিছুটা বাকিতে রয়েছে অঙ্কন।
তাহার অমৃত সুধার রংয়ে
মিথ্যের বেহিসেবী স্বপ্ন ঢংয়ে
পূর্ণতায় নাকি কালো ঐ রাত
চন্দ্রবিন্দুর মতো দুঃখটা সঙয়ে।
পরে আলোয় আলোকিত নিজে
ধার করা সুখটা পরেরে বিলয়ে
হাসাচ্ছে কতশত চলন মৃত  প্রাণ
অতৃপ্ত রস বান নিজে নিয়ে।
বর্ণমালা অঙ্কিত শেষটা চন্দ্রবিন্দু
সেও তো চাঁদ রূপ সৌন্দর্য মণ্ডিত
নিজেকে বিলিন করে দিয়ে  ফুটায়
অন্যের মুখাচ্ছান্ন করে আলোকিত।
তারে ছাড়া অনেকই অপূর্ণ আশা
কিছুটা বাকি থাকে মলিন রূপ
সবটাই পরে তরে নিজেকে রাখে
সহ্য করে সকল যাতনা একদম নিশ্চুপ।