দরজি পাখি
হাসান মাহমুদ


টুঁই টুঁই টুঁই ডাকছে পাখি  ঐ ডালে
লোকে তারে দরজি পাখি বলে।
আম গাছ, জাম গাছ, বড়ই গাছে দেখি
এ ডাল হতে ও ডালে মারছে উঁকি।
সবুজ ছাইয়ে রং মাখানো তনু তার
ছয় দশে মিলে তার তনুটার ভার।
ছোট ছোট ডানা তার লম্বা একটা ঝুঁটি
মন কারা গাইছে গান লাগছে ভারি মিষ্টি।
গাছের পাতার পুঁথি গেঁথে বাঁধছে তারা বাসা
জীবন তাদের স্বাচ্ছন্দ্যে কাটে নতুন ভালবাসা ।