হারিয়ে যাওয়ার ইচ্ছে হয়
হাসান মাহমুদ


হারিয়ে যাওয়ার ইচ্ছে টা ছিলো বেশ
হারাতে হারাতে বহু দূর হারিয়েছি
এখন ইচ্ছে হয় না, ভয় বেড়েছে শেষমেশ।
সেদিন হারিয়ে ছিলুম প্রিয়ারও প্রেমে
কিছু দিন হারিয়ে ছিলুম উন্মাদ প্রেমিকে
কিছুটা হারিয়ে ছিলুম নিশ্চুপ ফ্রেমে।


হারিয়ে যাওয়ার ইচ্ছেটা ছিলো দারুণ
হারিয়ে ছিলুম প্রিয়ার চাহনিতে বহু
এখনো হারিয়ে যাই বেদনে করুণ।
হারাতে নেই মানা তাই হারাই আমি
হারিয়েছি অবলার তনু খানির বাঁকা পথে
বহু রূপ গুণে উপমার ভূমিকায় তুমি।