যাকাত
হাসান মাহমুদ


ধনী বিত্তবানদের দ্বারে এসেছে
দিনমজুর, চাষা,ফেরিওয়ালা
চাহিচে তাহারা হস্ত তুলিয়া
ডাকিয়া ডাকিয়া খোদাতালা।
ফিরিয়ে দিওনা হস্ত তাহাদের
ধনকুব যত বাড়ি ওয়ালারা
যত পরিমাণ তাহাদের প্রাপ্য
ভরিয়া দাও হস্ত দ্বারা।


যত ক্ষণে ঝুলি নাহি দিবে ভরে
কোনো ইবাদত হবে না হবে না ভবে
ইহা প্রতিক্ষায় অটল রহিল
দুয়ার পান্থ চাহিয়া তবে।
মোদের প্রাপ্য না দিলে সাহেব
যেতে নাহি দিবো ইদগাহে
দুয়ার খুলিয়া দেখো সাহেব
দরিদ্র ডাকিয়া ডাকিয়া কি চাহে।


বাড়িওয়ালা বাবুসাহেব দুয়ার খুলিয়া
কেউ কেউ মারে মুচকি হাসি
আবার কারো মাথায় আকাশ ভাঙ্গিয়া
গলে তে পড়িয়া যায় ফাঁসি।
কেউ বলে এই নাও কিছু দিলেম তবে
জান্নাত কামনা করিও বাপু
কেউ বলে দূর শালা দূর হ তবে
চোখেতে তাদের জ্বলে দিপু।


শোনো ভাই শোনো তবে সবে
গরীবের হক খেয়ে লুটেপুটে
হয়নি কবু কেহ ধনকুব তবে
গরীবের প্রাপ্য গরীব দিবে দুটে।
খোদার বিধানে ফিরিয়ে নিও না
যত পরিমাণ করিয়াছে ধার্য্য
মন পরীক্ষা করিতেছেন খোদা
দিয়া বিত্ত বাড়িওয়ালার সম্রায্য।
তোমাদের দুয়ারে ফুঁকিয়া কাঁদিতেছে
অনাহারে থাকা বৃদ্ধ ভিখারিনী
দু তিনটে মুদ্রা আনিবে কুড়ে
তোমাদের অট্টালিকা ধরনী।