যখন কিশোর - যুবক
হাসান মাহমুদ


আমি যখন কিশোর ছিলাম
মায়ের মুখে হাসি ছিলো
বাবার বুকে বিশ্বাস ছিলো
আত্মীয়র কাছে প্রিয় ছিলাম।


আমি যখন কিশোর ছিলাম
খেলার হাজার সাথী ছিলো
মনের মতো ইচ্ছে ছিলো
তারার মতো আলো ছিলো।


ইচ্ছেরা সব হাতের মুঠোয় ছিলো
স্বপ্ন গুলো ঘরে ছিলো
ভালোবাসা মাথার পাশে ছিলো।


এখন আমি যুবক হয়েছি
মায়ের মুখে হতাশা
বাবার অনেক ভরসা;
আত্মীয়র অনেক অহমিকা
খেলার সাথী ব্যস্ততা
তারারা আর উঠে না।


ইচ্ছেরা আর আসে না
মাথার কাছের ভালো বাসা
রাত পোহালেই তপ্ত ব্যথা।