কথা দিলাম
হাসান মাহমুদ


কথা দিলাম ফিরে এসো
বৈশাখের এ হিয়ে,
তোমায় নিয়ে পান্তা খাবো
লঙ্কা ইলিশ দিয়ে,
মেলায় যাবো তুমি আমি  
কিনে দিবো প্রিয় তমা
চুড়ি মালা  ভালোবাসা দিয়ে।


কথা দিলাম ফিরে এসো
আমার মন বাড়ি,
তোমার হাতে মেহেদি দিয়ে
আঁকবো সারি সারি।


আলতা রাঙা পায়ে তোমায়
নুপুর দিবো কিনে,
বিকেল বেলা সাজের মায়ায়
খুঁজো না এর মানে।


মেলা হতে কিনবো বাঁশি
তোমায় ভালোবেসে,
দুজন মিলে সুর গাঁথিব
নিশী রাতের শেষে।


কথা  দিলাম ফিরে এসো
আমার বাড়ির দেশে,
তোমায় নিয়ে সাজবো এবার
বসন্তেরই শেষে।


কোকিল সুরে গান গাইবো
চাদঁনি পশর রাতে,
দুজন হবো দুজনাতে জোনাক
পোকার সাথে,
অন্ধকারে আলোর মাঝে
আমরা নতুন চাদঁ,
ফিরে এসো বৈশাখেতে
নতুন করে ধরবো তোমার হাত।