মন কাঁদে
হাসান মাহমুদ


এখনো কাঁদে মন আসবি ফিরে এ আশায়
কোনো এক ইয়াস,আম্পানের দিনে,
দরজা খুলে তাকাতেই হাসিব আমি
দুঃখ যাবে ভরে সুখের ঋণে।


এখনো অপলক দৃষ্টি তাকিয়ে ভাবি
কখনো যদি আসো এই উঠন জুড়ে,
আম বাগানের ঝরে পড়া আমের সঙ্গে
তখন দেখবো আঁখি মোর জুড়ে।


এখনো আকাশ দেখি, দেখি কালো মেঘ
এখনো বাতাস ধরি, নাহি ছুয়ে মন,
এখনো বৃষ্টি দেখি, দেখি শিলা বারি
এখনো মন কাঁদে, কাঁদে দু- নয়ন