মনে পড়ে
হাসান মাহমুদ


ঘুম আজ গুম হলো
চোখের পাতার ভাজে
চোখ আজ সং ধরে
নানান রংয়ে সাজে।
রাত গুলো চলে যায়
একাকী বিষন্ন স্বরে
কান্না ছাপ ফেলে চলে
বেদনার ক্ষত ভরে।
মন তো মানে না তবে
শুধু মনে পড়ে
কত স্মৃতি খেলা করে
চোখের পাতার তরে।
ভালো বাসি আজও তারে
ভুলিতে পারি না তবে
এমন ভালো বেসেছি তারে
পাবো না এই ভবে।
মনে পড়ে দিবস রজনী
ঘুম পড়ানি সুখে
মনে পড়ে সকাল বিকেল
স্বরণ স্মৃতির দুঃখে।