পাখিদের গানে
হাসান মাহমুদ


মুক্ত আকাশ মুক্ত বাতাস
সকাল বেলার সুরে,
কোন বনেতে ডাকছে পাখি
কোন সে সমুদ্দুরে।
সূর্য্যি মামা জাগার আগে
পাখপাখালি জাগে,
রবের নামের তছবি তারা
নিজ বুলিতে রাখে।
সকাল বেলা মুখরিত
পাখিদের ঐ গানে,
মিষ্টি সুরে ভরে প্রাণ
সকাল পাখির গানে।
কোকিল,দোয়েল, ময়না, টিয়া
সকল পাখির সেরা,
বাবুই,চড়ই,শঙ্খশালিক
প্রকৃতির রূপে ঘেরা।
ধরনী আজ আত্ম হারা
পাখিদের মধুর গানে
বৃক্ষ তাই খেলা করে
আপন আত্ম প্রাণে।