পেলাম না খুঁজে
হাসান মাহমুদ


কত রমণি দেখিলাম জগত মাঝায়
কাহাকেও পেলাম না তোমার সুধায়।
কত অবলার পানে তাকিয়ে রহিলাম
কত খুঁজিলাম তোমারে!
কেহ করিতে পারিল না ঘায়েল
তোমা বাণ আমাতে ছুঁড়ে।
কত নয়নে নয়ন পড়িল মনেতে মন
কেহই পারিলো না হইতে আমাতে আপন।
কত মনেতে হইলো কথা
এই মনের আলাপন
কেহই পারছিলো না সুধাতে তোমারি মতন।
কত সুন্দরী সুশ্রী সুদর্শনাদের দেখিলাম!
কত সং ঢং কত আলাপন জুড়িলাম!
কাহাতেই মন ভরিয়া উঠিলো না মোর
তোমাতে যতটা সুখ পাই তোমারি বন্দনার ঘোর।
তুমিই তো এ-ই মোর তন্দ্রার মন্ত্র
খিদের যন্ত্রণার এক ফাঁলি রুটি
তাই তো আমি তোমাতেই আপনা ছুটি।
তোমারি মত পেলাম না খুঁজে
এই জগতের সংসারে
তোমাতে আমি আমাতে তুমি
আমি তো যাই মিছে মরে ।