প্রিয় কদমবিনি
হাসান মাহমুদ


প্রিয় কদমবিনি,
তোমাকে নিয়ে অনেক দিন
কবিতার আসরে বসা হয়নি।
কবিতার ছন্দ, শব্দ, তাল
বর্ণ আর আঁকা হয়নি,
হাজারো অঙ্গভঙ্গিতে।


প্রিয় কদমবিনি,
তোমার প্রেমে অনেক দিন
হলো পড়া হয়নি,
বলা হয়নি তোমাকে ভালোবাসি।
দেখো কাশফুলেরা চেয়ে আছে
তাকে এনে কখন তোমায় পরাবো।


প্রিয় কদমবিনি,
বিকালে আকাশের সাথে
অনেক দিন কথা হয়নি,
বলা হয়নি তোমার কথা।
গোধূলির কালো আভার সাথে মিশা হয়নি,
হয়নি দেখা সন্ধ্যার সুখ তারাকে।


প্রিয় কদমবিনি,
আজ হঠাৎ তোমাকে নিয়ে
শীতল পাটিতে বসে বসে
একটি ভাবনা আঁকতে চেয়েছি,
তখনি দেখি তোমার আনাগোনা,
অসমাপ্ত ভালোবাসার কাছে।


তোমাকে নিয়ে একটি কবিতা লিখে মনের দেয়ালে,
বাধিয়ে রাখব ভেবেছিলাম।
কিন্তু তুমি তো আমাকে
একটি বেদনার ছন্দ উপহার দিয়ে ছিলে,
তা হঠাৎ মনে পরে গেলো
আর হলো না কবিতা লেখা।


প্রিয় কদমবিনি,
তার পরও তোমার নামে ছন্দবিহীন,
কবিতাটা বেশ হয়েছে
তালবিহীন গানের ন্যায়।
বাদ্যবিহীন নাচের মতো
মন উতাল পাতাল লাগে
স্বপ্নহীন আশার মতো,
তবুও তুমি আমার মনের
মনি কোটায় বসে আছো


প্রিয় কদমবিনি,
তোমাকে কবিতার তালে বলি ভালোবাসি ভালোবাসি,
তোমার প্রতি অনুভূতিটা আজ ছুটছে রাশি রাশি।


২৮/০৫/২০