রোদ উঠেছে ফুল ফুটেছে
আজকে না রোদ উঠেছে,
ফুল ফুটেছে বাগে,
কদম গাছে ঘুঘু ডাকে,
খোকা ফুলে রাগে।
খোকার রাগে দোয়েল হাসে,
কোয়েল গায় গান,
তাই দেখিয়া আরো রাগে,
ভরে উঠে মন।
মা বলে ডেকে ডেকে,
"রাগ উঠিল কেন?
আমার সোনার কি হয়েছে,
আমার নয়নেরি প্রাণ?"