শখ নাই
হাসান মাহমুদ


আমার তেমন শখ নাই
হবো নামি দামি কবি
মাঝে মধ্যে দু'চার লাইন
আঁকি সকাল বেলার রবি।
আমার তেমন শখ নাই
হবো বিশ্ব সেরা কবি
তবে চেষ্টা করি লিখতে
সত্য বাক্য যা পাই সবই।
কিছু লিখি ভুলে ভরা
কিছু লিখি মনে গড়া।
কিছু আবার স্বপ্নে ধরা
কিছু আবার মনের খরা।
সব কিছুই অজান্তে হয়
আমি তেমন কিছুই নয়
কবি বললে ভুল হবে
আমি নই মস্ত বড় তবে।
আমার তেমন শখ নাই
কবি টবি হবার ভাই
ভালো লাগে লিখি তাই
সত্য মিথ্যা যাই পাই।
আমার মাঝে জ্ঞান নাই
যাহা আছে সামান্য ভাই,।
এই স্বাক্ষর টাক্ষর করি তাই
তাতে কি কবি হয় ভাই?
ভুলেও কেউ ভাববেনা কবি
আমি শুধু জাগ্রত রবি।
হঠাৎ আগমন ঘটে মোর
যখন রাত পোহালে হয় ভোর।