সবাই নেতা কইবে
হাসান মাহমুদ


নেতার লগে ছবি উডামু
মোর লাগছে সক
নেতায় যহন হাইট্টা যায়
কাশি খক খক।
একটু যদি হিররা চায়
ছবি উডাইমু দুই হান
ফেইচ বুকে যাইয়া মুই
ছাড়লেই বাড়বে মান।
নেতায় মোরে নাই চিনুক
তাতে মোর কি আয়
সন্ধ্যার হরে ছাড়মু ছবি
নেতায় মোর গুরু হয়।
এমন কতা কইলে মুই
হগোলডি দিবে সম্মান
খুশি খুশি লাগবে তহন
মোর বাড়বে কত্ত মান!
মোরে এহন কেউ চিনে না
যহন  ছবি ছাড়মু
হগলডি মোরে চিনবে বেশি
মুই নেতার ভাব ধরমু।
এলাকায় মোর ইজ্জত হইবে
সবাই নেতা কইবে
নেতার লগে ছবি ছাড়লেই
পথ তট হইবে।


আসলে মুই কেমন নেতা
হেডা মুই জানি
ছবি টবি কিছুই না
ত্যাল মারিতে তো জানি!
এহন তো তেলের দাম
তেল দিলেই সব হয়
বাড়ে নেতার কাছে মান
যা চাইবা সবই দেয়।
ত্যাল বাজিতে নেতা খুশি
মোর হইলো পত
টাহার চাইতে ত্যাল দিলেই
কমবে সব বিপত।
ছবি দিয়া এলাকায় মুই
এহন বড় নেতা
ছোডগ্যায়ও সালাম দেয়
বুড়ায় কয় চ্যাতা।
চা টা ফাও চলে
পকেট থাহে খালি
আগের মতো খাইনা এহন
ছ্যাচরা কইয়া গালি।
কয়দিন হরে নেতায় মোরে
কইবে তার আদর্শ
হরালেকা না জানলেও
চইল্লা ভালোই যায় বর্ষ।
এলাকায় এহন নামডাক
নেতা মেয়া কইয়া
ছবিই মোর ভাগ্য দিলো
খারাপ টারে খুয়াইয়া।।


আঞ্চলিক ভাষায় লেখার চেষ্টা,,,,