সর্ব হারা কাঙাল
হাসান মাহমুদ


তারা আমলা
মোরা কামলা
খেটে মরি তাই,
বন্ধ দরজা
মর মরগা
বাঁচার উপায় নাই।


পেটে পাথর
মুখে বাদর
চুলায় খালি হাঁড়ি,
বাচ্চা কান্দে
মায় রান্ধে
মিছা মিছি বারি।


তারা চলে
দলে দলে
হাসিয়া মুচকি হাসি,
আমার ঘরে
টাকা মরে
ওদের হয় হোক ফাঁসি।


ওরা গরিব
নোংরা সব
দূরে থাকুক দূরে,
ক্ষুধা কিসের
আবার ওদের
অল্প হলেই চলবেরে।


না খেলেও চলে
তিনদিন বলে
আমাদের তো সয় নারে,
খেতেই হবে!
না খেলেও হবে
আমরা খেলেই চলবেরে।


গরিবের পেট
আস্ত ভেট
এতে লাগেনি খাবার?
আমাদের পেট
নরম ভেট
না খেলে চলে কি আবার!


তাই তো তারা
আমাদের দ্বারা
করছে সব উসুল,
তারা আমলা
মোরা কামলা
সর্ব হারা কাঙাল।।।।