সুচরিতা
হাসান মাহমুদ


যেদিন তোমায় প্রথম দেখি
সেদিন আঁকি মনে
কেমন করে ঠাঁই দিয়েছি
হৃদয় নাহি জানে।


গোপনে এঁকেছি মনের ঘরে
তোমার জন্য ছবি
গোপনে উঠেছিলো মন গগনে
সকাল বেলার রবি।


সেদিন প্রথম বেসেছি কাউকে
প্রথম দেখায় ভালো
বুঝেছিলাম সেদিন উদীত হলো
জীবন বেলায় আলো।


কখন আলো কালো হলো
পেলাম না আমি টের
ইচ্ছে মতো গেঁথে দিয়েছি
বেদন পুঁথির ফের।


হঠাৎ দেখা হঠাৎ পরিচয়
হঠাৎ হলো প্রেম
হঠাৎ করেই ভুলা ভুলি
হঠাৎ জীবন হেম।


তুমি হয়তো দামি অনেক
আমি নাহয় কম
তাই তো তোমায় ভুলে আছি
মনে নেই একদম।


সুচরিতা এসো তুমি তখন
ভুল ভেঙে যায় যখন
মনে করো আমায় তুমি
পাশে পাবে তখন।


সুচরিতা নামে সকল পঙক্তি উৎসর্গ প্রিয় (জান্নাতুল ফেরদৌস আফরা ওয়াসিমা)