তেল
হাসান মাহমুদ


তেল বান্ধব সমাজে তেলের কত কদর
তেল বিনে চলে না ভাই,পায় না কেউ আদর।
তেল তো ভাই অনেক রকম যেমন আছে সয়াবিন
সরিষার ও তেল পাওয়া যায় খুবই মাখাবিন।
গায়ে মাখে,হাতে মাখে,মাখে টাকের তালু
তেলের তেজে মাঝে মাঝে বাপরে ডাকে খালু।
আরো আছে নারকেল কদুর কত কি
কেরাসিন, পেট্রোল,অকটেন গরুর খাটি ঘি।
আবার আছে চাটুকার তেল অনেক খাঁটি
মাখলে পরে রাজায় খুশি উপহার পায় স্বর্ণ বাটি।
সব তেলই লাগে বেশি প্রয়োজন  অনুযায়ী
সরিষার তেল একটু বেশি অপ্রয়োজনী চাই।
সরিষার তেলের কদর বেশি উপকার ও বেশ
সর্দি কাশি হইলে পরে মাখলে হবে শেষ।
টাকে বলুন চুলে বলুন সব খানেই তার জুরি
চোরে মেখে গায় গতরে রাতে করে চুরি।
এর চেয়েও ভাই বেশি কদর চাটুকার তেল
মাখলে ভাই জায়গা মতো উপহার আস্ত বড় বেল।
বাজারে গেলে দোকানে দিলে মিলে ভালো সদয়
বসেরে দিলে মনটা খুলে প্রমোশন দেয় সদ্বয়।
একই জিনিস জায়গা ভেদে নামটা ছড়াছড়ি
নেতারে একটু মাখলে তেল মিলে পদ ও কড়ি।
বাহিরে দিলেই সব মিলে না ঘরেও কিছু মিলে
বাবারে দিলে পকেট ভরে ভাইরে দিলে মনটা খুলে।
বোনরে দিলে সোনার ভাই, মা কে দিলে জাদু
দাদাকে দিলে সোনা বন্ধু আমার ভাই সাধু।
এভাবেই তেলের দাম আকাশ চুম্মি হয়
তেলা সমাজে তেল ছাড়া কিছুই পাবে তায়?