তোমাকে আমার পাওয়া হবে না
হাসান মাহমুদ


এই পৃথিবীর সব কিছুই হয়তো আমার হবে
চন্দ্র,সূর্য,গ্রহ,নক্ষত্র সবই কিছু হয়তো আমার হবে।
ঐ ঘুটঘুটে অন্ধকার রাত আমার হবে
পরিপূর্ণ পূর্ণিমার আলো  হয়তো আমার হয় যাবে।
আমি যদি চাই নিশির সকল সৌন্দর্য আমার হবে
সকল রূপকথার রাজ্য আমি জয় করতে পারবো
সব কিছুই আমি পেয়ে যেতে পারি
শুধু তোমাকেই আর পাওয়া হবে না!


আমি এই পৃথিবীর সকল রূপ স্পর্শ করতে পারবো
ফসলে নতুন যৌবন,হিজলের পূর্ণ রূপ
আমের মুকুলের পরিপক্ব প্রেম,শিউলির গন্ধ
শুধু তোমাকেই আমার স্পর্শ করা হবে না।


আমি যদি চাই,নদীর যৌবনকে ছুঁয়ে দেখতে পারবো
নদীর বুকে নিজেকে ঠাঁই দিতে পারবো
নদীর গোপন প্রেম নিজের করে নিতে পারবো
শুধু তোমাকেই আর পাওয়া হবে না।