তোমাকে দেখার প্রয়াস
হাসান মাহমুদ


কত বছর দেখিনি তোমায়,
মনে হয় পঞ্চাশ বছর, নয় তো শত বছর, সহস্র বছর,
কত জনম,জনম দেখিনা তোমায়।
তোমাকে দেখার জন্য কত বার যে কত নিয়ম ভঙ্গ করছি।
কত মরুপথ উলঙ্গ পায়ে হেটেছি।সাহারা ভূমির প্রান্ত।
তোমাকে দেখার সুযোগ পেলে,
আমি নীলনদ সাঁতরে যাব।
তবে হবো না কখনো ক্লান্ত,
কত কাল দেখিনা তোমায়।
একশ বছর,দুশ বছর, মনে হয় পাঁচশো বছর হবে।
ইস জনম জনম দেখি না তোমায়।
এক টি বার তোমায় দেখার সুযোগ পেলে
আমি মহামারী ভয়কে রুখে হাটবো।অমান্য করব হাজার বাধা।
জনম জনমের পথ হাটবো কোনো সংশয় ছাড়া।
মৃত্যু কেও পদানস্ত করবো তোমাকে দেখব বলে।
কিন্তু যদি তাহার আগেই আমি ঈশ্বরের ডাকে সারা দেই,
তাহলে মনে রেখো তোমাকে একটি বার দেখার প্রয়াস;
প্রচণ্ড তৃষ্ণা নিয়ে সারা দিয়েছি।