তোমার খোঁপা কেশ
হাসান মাহমুদ


তুমি এসো খোঁপা কেশে
বসো আমার পাশে,
কদম দিয়ে খোঁপায় তোমার
হাত বুলাবো কেশে।
কইবো কথা ঠোঁট নাড়িয়ে
সকল আলাপনে,
তোমায় দেখে মন জুড়ানো
গল্প কথা বানে।
কালো কেশে জবা হাসে
লাল গোলাপের গায়,
রঙিন ঠোঁটে কৃষ্ণ চূড়ায়
ঠোঁটে রাঙিয়ে যায়।
ফুলের মালা রাখব আমি
যতন করে যবে,
কথা দাও বন্ধু তুমি
পড়বে তাহা তবে।
তুমি বন্ধু এসো হেসে
নদীর ঘাটের কুলে
তোমার হাসি দেখব আমি
খোঁপা খোলা চুলে।