তরুণের দল
হাসান মাহমুদ


ভাঙ রে তালা তরুণেরা
উড়া নিশান পাহাড় চূড়া
দেখিয়ে দে বিশ্ব জুড়ে
আসছে তরুণ বিশ্ব ঘুরে।
অসুন্দর কে সুন্দর করে
আনলো তারা জয়টা কেরে।
ভাঙ রে শিকল পায়ের বেড়ি
সত্যকে আন ঝ্বাপ্টে কারি।
তোরা তরুণ রুদ্র বাহু
ক্ষুদ্র ওদের শাসন আয়ু,
দেখিয়ে দে তোদের জ্বালা
পরিয়ে দে অগ্নি মালা।
ওরে মোর তরুণের দল
উড়া নিশান নিখিল তল।
তোরা জাগলে জাগবে জাতি
বক্ষ তলে অগ্নি বাতি।
হাতে নে ঐ প্রলয় নিশান
ধ্বংস কর ঐ ক্ষুদ্র শয়তান।
ওরে ও তরুণের দল
ভয় না করে সমানে চল।
হাতে নে ঐ মশাল ঝ্বাণ্ডা
করে দে সব শীতল ঠান্ডা।
বাজারে বাজনা বাঁজা
কেবা রাজা কেবা প্রজা,
চক্ষুশূলে সবটা সোজা
বাজারে ঐ দামামা বাঁজা।।