তুমি এসো
হাসান মাহমুদ


তুমি উত্তরীয় হয়ে এসো
রাতের রিমঝিম বৃষ্টির সনে
তুমি পুবালি হয়ে এসো
এ হৃদ মাজারে তীব্র রনে।
এসো হে প্রিয় রাতের আলোয়
মিটিমিটি আলো ছড়ানো জোনাকে,
হিজল, জামরুল, কদম তলে
কোকরানো কেশে দেখবো তোমাকে।
তুমি উড়ালচন্ডী বালিকা হয়ে এসো
আমি আকাশের মেঘ হয়ে দেখবো
তুমি আকাশের রংধনু হয়ে এসো
আমি হৃদয়ের কালি দিয়ে আঁকবো।
তুমি আষাঢ় শেষে কাশে এসো
ধবধবে চিরো চেনা পুষ্পে
তুমি কার্তিকের সোনালী হয়ে এসো
নবান্নের ক্ষণে নিশ্চুপে।
তুমি এসো তুমি এসো
ইচ্ছে মতো হৃদয় যখন চায়
ভুলে গিয়েও রাখিয় মনে
বসে বসে বৃক্ষ নিরালায়।