তুমি হাসলে
হাসান মাহমুদ


তুমি হাসলে হাসে ঐ আকাশের চাঁদ
তুমি ডাকলে,ডাকে বন্ধু ঐ নিশি রাত।
তোমার কথার সুর বাজে কানে মোর
বসন্তের ডাকা কোকিলের যৌবনেরই সুর।
তুমি চললে পাশে,পাশাপাশি
মনে হয় নিঃশ্বাস ছাড়া আমি বাঁচি।
তুমি হাসলে হাসে বন্ধু চন্দ্র তারা শশি
হৃদ মাঝারে তোমায় রেখেছি ভালোবাসি
তুমি ডাকলে, ডাকে বন্ধু আমার প্রাণ বাঁশি
সুরে সুরে বলে বন্ধু কত ভালোবাসি।