উদ্বিগ্ন
হাসান মাহমুদ


সন্ধ্যার আকাশে রক্তিম আলো ছেড়ে দেখি
আকাশ নয় শুধু প্রকৃতি ও লালে সেজেছে সেকি!
অপরূপা মেয়েটি সম্ভবত আজ বেদনায় ক্লান্ত
গোধূলির আলোমাখা গগনের বুকে পাখিরা শান্ত।
শান্ত গলায় ডাক হাঁকে উড়ন্ত চিলের দল
শকুনেরাও খাবারের তাড়নায় ফেল জল।
খিদের যন্ত্রণায় ছটফট করে প্রকৃতির রূপলীলা
কেঁদে উঠে থেকে থেকে নিভে যাওয়া আলোর ভেলা।
কি অসহ্য চিৎকার, কি অসম্ভব কথার ছড়াছড়ি
প্রকৃতি আজ বেহুশে কাতর খাচ্ছে গড়াগড়ি।
চমৎকার ভাবে নিভে যাচ্ছে সেই সন্ধ্যার রক্তিম আলো
সেজে গুঁজে হাঁটি হাঁটি করে চলে  গেলো।
আর ফিরে এলো না জ্যোৎস্নার রাতে
দেখা হলো না আর তার আমার সাথে।।।